খোদার গজবে নিরীহ মরে,
আশ্রয়হীন মরে প্রকৃতি-ঝড়ে;
চিকিৎসার অভাবে দরিদ্র কান্দে,
মানুষে মানুষ মারে ক্ষমতার দ্বন্দ্বে।


ভূমিহীনের চিৎকার নদী-ভাঙায়,
অভাবীর আহাজারি ধর্মীয় দাঙ্গায়;
শোষণের তাড়নায় শোষিত সাঁতরায়,
ধনীদের যাঁতাকলে গরীবেরা কাতরায়।


এ কেমন বিচার বলো? হে মহাশক্তিধর!
সব আঘাতেই ভাঙে কেন সব হারানোর ঘর?