আজো বাচ্চাই রয়ে গেছো তুমি!
বৃষ্টির শোঁ শোঁ শব্দ শুনে দৌড়ে
ঘরের বাহির; দেখতে ভেজা ভূমি,
অবাক নয়নে তাকিয়ে!


জল ছুঁল যখন তোমার উন্মুক্ত কাঁধ
নিলে শুষে বাষ্পীয় ভালবাসার স্বাদ!
বরষা ছড়াল মনে একমুঠো শুন্যতা,
হিম হাওয়ার আলিঙ্গন; দিব উষ্ণতা।
চমকে ওঠো হরদম বিজলির চমকে
শক্ত করে ধরেছ আমায় বজ্রের ধমকে,
শপথ করেছ ভিজবে, ধরে আমার হাত
উল্লাসে ভাঙবে তুমি, প্রেম ফারাক্কার বাঁধ।


হাজার বছর চলুক তোমার এই খুনসুটি-
যত পার প্রকাশ কর শতসহস্র ন্যাকামি,
ভালবাস বৃষ্টি! আজ তবে আমিও বাসি!
বিলীন হলাম ফোঁটাতে, মলিন মুখে হাসি।