মা আমিনার ঘরে আসলো যবে
মোদের প্রিয় মুহাম্মাদ রাসুল!
বইলো ভুবন-জুড়ে সুখের ধারা
আনন্দে ভাসলো স্বর্গমর্ত্য দু'কূল।
তোমায় স্বাগত, মুহাব্বাত–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


ফেরেশতা নতশিরে ঐ খোদার তরে
আরশেও উঠলো খুশির ঢল,
পাহাড়-পর্বতে বইল নহর ধারা
ফোরাত-সিন্ধুতে পবিত্র জল।
তুমি দুনিয়ার জহরত–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


সেদিন জ্বললো জ্যোতি আরব জুড়ে
আলোকিত হল খোদার জমিন,
চারিদিকে শুরু হল তোমার জয়গান
উপাধি পেলে আল-আমিন।
দরুদ-সালাম হজরত–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


প্রেমিক হলে খাদিজার মনের কোণে
হল এক পবিত্র বন্ধন,
উজাড় করল অর্থকড়ি খোদার পথে
রেখে গেল অনন্য উদাহরণ।
শ্রদ্ধা সতত সৎ–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


নিয়ে এলে এই দুনিয়া মাঝে
খোদার সকল পবিত্র বাণী,
দূর হল জাহিলিয়াত-শিরক-অপরাধ
ঘুচলো যত সংশয়-গ্লানি।
তুমি সৃষ্টির সম্পদ–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


তুমি বিশ্বনেতা, নবযুগের করলে সূচি
যে যুগের তুমিই পিতা,
উত্তমের দিশা পেলাম মোরা সকল
বলোনি কিছু অর্থহীন বৃথা।
তুমি অনন্য মহৎ–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


তুমি মহামানব, শ্রেষ্ঠ শিক্ষক দূত
ভালবাসার একচ্ছত্র অধুনা স্বামী,
তোমার চাইতে নেই কিছু আর
মুসলিম জাহানে শ্রেষ্ঠ দামী।
হেরি তোমারি পথ–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


হাসি-ঘামে ঝরত মণি-মুক্তা
অবয়ব জুড়ে জাদুকরী আকর্ষণ,
চাঁদের প্রতিচ্ছবি যেন তোমারি মাঝে,
সেসব গুণ করি অন্বেষণ।
সুঘ্রাণময় তোমারি কদ–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


খোদার ডাকে সাড়া দিয়ে গেলে
হৃদয়ে নিঙড়ানো প্রলাপ, হায়!
কাঁদল সাথিগণ, কাঁদল সকল প্রাণ
হলাম মোরা অনাথ অসহায়।
মোরা তোমারি উম্মাত–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!


তোমার প্রেমে মশগুল দিবা-রাতি
হে মহান আলোর দিশারি!
রন্ধ্রে মোদের দীপ্যমান ইমানি চেতনা
পারবে না নিতে কাড়ি।
কোরো কিয়ামতে শাফায়াত–
হে মুহাম্মাদ! মুহাম্মাদ!! মুহাম্মাদ!!!