কামুক ঠোঁটে, তৃষ্ণার্ত মুখ
রঙিন ওড়নায় উন্মুক্ত বুক,
হেথায় রেখেছে, সেথায় রয়েছে
কাঙ্ক্ষিত সেই সর্বোচ্চ সুখ।
পা জোড়া শোভনীয়-লোভনীয়
হাত জোড়া দৃষ্টিনন্দন-অতুলনীয়,
চুলগুলো উড়ন্ত-পড়ন্ত অগোছালো
দেহটা পরীর ন্যায় কামনীয়।


চেহারায় মায়া তাইতো মায়াবী
হৃদয়ে চিত্রিত ছায়াছবি,
কপোলের ভাঁজে হয়েছ কামিনী
উত্তপ্ত আঁখি রাগিণী।
ক্ষুধার্ত চিত্তে স্পর্শকাতরতা—
তুমি অধরা, তবুও মনে শূন্যতা;
অবুঝ চাহনিতে হয়ে আছো আনমনা
অঙ্গ-বক্ষের সবটুকু জুড়ে তুমিই, তামান্না।