হে বঙ্গ তুমি হয়েছ স্বাধীন তাজা রক্তের বিনিময়,
লক্ষ লক্ষ মা তোমার বুকে নিয়েছে আশ্রয়।

হে বঙ্গ তুমি একবার চেয়ে দেখ,
তোমার বুকে এঁকেছি আমরা স্বাধীনতার রেখ।

তোমার জন্য আমরা জীবন দিয়েছি কুরবান,
তোমাকে রক্ষা করতে আমরা থাকবো বেগবান।

তোমার বুকে ঠাঁই পেয়ে ধন্য হলাম,
তোমাকে ভালবাসি বলেই তো জীবন দিলাম।


ছোট্ট বেলার লেখা, ছেড়াবেড়া ভাবনা।