বলেছিলি আমারি হবে
জীবন মরণের সাথী হবি,
করেছিলি সন্ধি চুক্তি
স্ট্যাম্প পেপারে, গ্রহণ করেছিলাম
তোরে একজোড়া বেলী ফুলের বদলে
বিনে পয়সার কাবিনে।


সুখেই আছিস তুই,
রাস লীলার ব্যভিচারে,
আমার শুন্য সংসার কেঁদে মরে
মানবতাবিরোধি প্রতারণায়।
জগতের বিচারের ঊর্ধ্ব-এ তুই,
নিয়ম অনিয়মের বালাই কি তোর?
স্ত্রীকে কটূক্তি,  পরস্ত্রী প্রিয়তমা।
সুখেই আছিস অভিশপ্ত দানব।
সুখেই থাক তুই লীলা পরিয়সীর বাহুবন্ধনে,
সতী স্ত্রীর হৃদয় বিদারী অভিশাপে।