অল্প অল্প করে
প্রেমের গল্পগুলো
বেড়ে ওঠে সযতনে ,


বহু খুঁজেও মেলেনি যে রতন,
ধরা দিলো পায়ে কোন এক অবেলায় ,
আহত কিশোরী উন্মুখ আগ্রহে,
দেবতাকে বার কয়েক প্রণাম জানিয়ে ,
গ্রহন করল সে ধন বহু যতনে ।


একটু একটু করে প্রেমের গল্প,
রচিত হল চুপিসারে,
ব্যর্থ প্রেমের উপহাস হয়ে,
সার্থক ব্যর্থ হয়ে,
মানবতা লঙ্ঘন করে ।


রতন মনি মাল্য হয়ে
বদল করলো অবশেষে ।
মণি নিলো চূড়ান্ত রূপ
সর্পমণি রূপে ।


হায়, "চরিত্রহীন বিদ্বান হলেও পরিত্যাজ্য "
অল্প অল্প ভালো লাগা,
বিকেল বেলায় গোধূলি আলো
আর , আরশিতে দেখা প্রিয় মুখ,
একটু বেশি যত্ন , নিরজনে
কিছু প্রতীক্ষা ,
অস্থির একটা ঢোক গেলা ,
চাপা কিছু উত্তেজনা ।
এরি নাম যদি হয় ভালবাসা,
নাকি কিছু ভালোলাগা ?


হয়তও বা বেশ কিছু নির্ভরতা ।
কখন যে কিশোরী হারিয়েছে
নিজের অপর অধিকার,
দেহে- মনে- প্রাণে , শয়নে- স্বপনে ,
অসুন্দর ঘুঁটে কুমারের করাল গ্রাসে ,
আর কিছু প্রাক্তন প্রত্যাখ্যানে ,
দোষ কি আর,  যদিবা বিজয় আসেই এবার?


একটু কথার মধুরতায় ,
দিনটা যেত ভালো লাগায় ,
হায় রে , সেদিন গেলই কোথায় ?
এত কিছু , কথা কোথায় ?
কিসের আশায় এত কিছু? স্বেচ্ছা বলি হবার?