বাইরে চাঁদের আলো,
উজ্জ্বল নক্ষত্র ভরা জ্যোৎস্না-ভরা
নাগ-নাগিনীর বাসর রাত
আমার বাসর শূন্য যেমন ছিল বিংশ
শতক আগে. বিনিদ্র রজনীর বিলাপ যেমন ছিল
জীবনভর . আমার বাসর শূন্য রবে
জানি জীবন ভর !
কেউ হবে না, কেউ ছিল না ,
আসা যাওয়ার মাঝে !
এার জীবন , জানিই যদি - কেন আর
সঙ্গের সাধনা !
ব্যর্থ জীবন কাটল বৃথাই ,
সাধন বিনা ভজনে !
জন্মের পাপ নাকি পূর্বপুরুষের ন্যায়বিচার!
কি পাপে গরল জীবন ,
বিষ বিহগের সর্বনাশা !
জানে ঐ চন্দ্র - সূর্য
দোষ কে বা কার !
ভুল জনমের প্রাপ্তি স্বীকার ,
নিজের জীবন দিয়ে !
জন্ম, মৃত্যু , ভাগ্য লিপি রেখা হয়েছিল বহুত আগে;
কি আশে সর্বনাশা মিটিল রুদ্রশ্বাসে !!!