আ‌মি ম‌নে হয় পাগল হ‌য়ে যা‌চ্ছি,
‌কিছু সাধারণ স্ব‌প্নের খোঁ‌জে,
‌কিছু অলীক ভালবাসার মো‌হে।
আ‌মি ম‌নে হয় আমার মা‌ঝে নেই,
‌কিছু নে‌তিবাচক ভা‌বের কার‌ণে,
‌কিছু স্বয়ং‌সিদ্ধ নী‌তিমালার দো‌ষে,
আমার স্বপ্ন , আমার বিশ্বাস চুরমার হ‌য়ে
‌গে‌ছে কিছু অ‌বিশ্বা‌সের প্রহস‌নের তল্লা‌শে ।
আ‌মি ম‌নে হয় আমা‌কে হা‌রি‌য়ে ফে‌লে‌ছি,
আমার বিস্মৃত স্মৃ‌তির ধর্ষ‌ণে।
আ‌মি আর আমার মা‌ঝে নাই।
আ‌মি হারা‌য়ে‌ছি ন্যুনতম আত্মসম্মান,
ন্যুনতম বেঁচে থাকার আহ্লাদ।
আ‌মি এক রক্তাক্ত ক্ষত‌বিক্ষত প্রাণ,
হা‌রি‌য়ে জীব‌নের মৃদু আনন্দ‌বোধ ,তৃ‌ষিত আন‌ন্দের
‌বিষাক্ত আচ‌ড়ে, আ‌মি ওষ্ঠাগত প্রাণ ৷
‍আ‌মি হা‌রি‌য়ে ফে‌লে‌ছি বা‌লিকা আ‌বেগ,
লজ্জ্বা ভূষণ, আ‌মি আমায় চি‌নি না ৷
এ আ‌মি তো আ‌মি নই,
আমার আদ‌লে এক ক্ষিপ্ত প্রহসন।
আ‌মি কু‌ণ্ঠিত এই আমার আ‌মি‌তেই ।
আ‌মি বোধহয় পাগল হ‌য়ে যা‌চ্ছি,
‌ছোট্ট একটু আশ্র‌য়ের খোঁজে,
একটু গ্রীক ভালবাসার আশায়।
আ‌মি আমা‌তে অন্তরীণ।
আ‌মি ভু‌লে গে‌ছি যত নিয়ম কানুন,
আ‌মি;‌বোধহয় পাগল হ‌য়ে যা‌চ্ছি।