আমি খুব অল্পতেই খুশি,
খুব সামান্যেই আমি তুষ্ট।
ফেসিয়াল,মেনিকিউর-পেডিকিউর
ওসব আমার সিলেবাসের বাইরে,
আমি যে খুব সাধারণ মেয়ে ।


ম্যাচিং জামা-জুতো ভ্যানিটি ব্যাগ;
বাহারি খোঁপা-কাটা,ঝুমকো-টায়রা
ওসব আমার জন্যে না।
পিসি বলেছে,
"সাধারণ মেয়েদের অত সাজতে
নেই।"


আমি এতটাই সাধারণ যে আমায় নিয়ে
কেউ কবিতা লেখে নি,
অথবা আমার এক চিলতে হাসি,
কারো বুকে সাইক্লোন-টর্নেডো তোলে নি;
যেমন আমার অশ্রুজলে কারো
মনের বরফ গলে নি।
"সাধারণ মেয়েদের ন্যাকামো করতে হয় বুঝি?"


আমি খুব সাধারণ এক মেয়ে,
এতটাই সাধারণ যে না রূপে লক্ষ্মী,
না গুণে সরস্বতী ।
কেননা, সাধারণ মেয়েদের নাকি গুণ থাকতে নেই ?


আমি নাটোরের বনলতা সেন নই,
নই রামকিঙ্করের আঁকা নিখুঁত নারীচিত্র।
আমি খুব সাধারণ এক মেয়ে,
রবিঠাকুরের সেই "সাধারণ মেয়ের" চাইতেও সাধারণ ।।