তেইশ বসন্ত ফুরিয়ে যাবার
  ঠিক কিছু আগে, দেখা হয়েছিল
তোমার সাথে, গলফগার্ডেনের উলটো পাশে ।


অতঃপর অনেক কথা, চেনা-জানা , মেলামেশা
চৈত্রের খর দুপুরে উচ্চাঙ্গ বাক্যবিলাস ,
পিচগলা রাজপথে পাশাপাশি হেঁটে চলা ;
কত কথা- কত গান, উত্তপ্ত বাক্য বিনিময়
ছিনিমিনির হাটে সস্তা কেনাবেচা ।


তেইশটা গোলাপ ছিল সেদিন তোমার হাতে
আর ভালবাসা-মন্দবাসার তেইশতম প্রেমপত্র ।
তারস্বরে চেঁচাতে থাকা কাক আর
ঘাসফুলগুলোকে সাক্ষী রেখে
শুনিয়েছিলে প্রেমের রণসঙ্গীত ,


সেদিন ছিল চৈত্রকাল ,
মন একলা করার বিকাল আর
ভীষণ উদাসী ধু ধু বাতাস ।
তোমার প্রেমের সাক্ষী ছিলাম আমি
আর আমার ছিলে তুমি ,
তেইশ বসন্ত আমার জীবনে ।


                  ***      ***
শীত এসে গেছে , তোমাদের নগরীতে ,
বসন্ত ফুরিয়ে দীন হীনা ধরণী
নীরবে আমায় কাঁদায়ে কহে-----
"বসন্ত চলে গেছে "


তেইশতম গোলাপ শুকিয়ে গেছে
ভুল প্রেমে কেটে গেছে
তেইশতম বসন্ত ।।