সাধারণ হবার সাধ জাগে বড়,
না, আমি নই সাধারণ,
অথবা অনন্য সাধারণ।  
সাধারণ হতে চাইবার মত
এত অসাধ্য ক্রিয়া
নেই বুঝি এ ধরাধামে আর।


বড় সাধ জাগে _ তোমাদের মত
হয়ে,তোমাদের মত
করে, তোমাদের 'আমি' হতে,
হায়! সাধ আছে, সাধ্যি কোথায়?


লাল বেনারসি, আবির-সিন্দুরে
সুখী সুখী মুখে
তোমাদের সংসারে।
সত্যি  বলছি, বড় সাধ জাগে
সাধারণ সাজে, সাধারণ হয়ে
ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসায়
ভরপেট ডাল-ভাতে  
মায়ায় মাখা আনন্দাশ্রমে।


অতি বেশি সাধ আর ভক্তি ভরপুর
নাহি মূল্য,নাহি মান - ওকূল পাথার।
সহজ কথা যায় না কওয়া
অতি সহজে,সরল দিলে  যায়
কি সওয়া --- কপালের যা লিখন?


শ্রাবণ কিবা বর্ষণ?
হৃদয়ে অবিরাম ;করে বরিষণ-
তুমি দেখনি,না তোমরাও-
হৃদয়ের দহন?
সাধারণ, সাধারণ হতে দাও,
বড় সাধ জাগে,বড় অভিলাস।


তোমাদের তরে, তোমাদের মতে---
শোভন যা কিছু সুন্দর যত
তোমাদের চোখে।
সাধারণ হতে বল
কত দূর আর, কত দেরি মোর?
      ***      ***
অবশিষ্ট --- একটি  সাধারন জীবনের আকুতি।
  তোমাদের আলোছায়ায়, সুদন্তী হাসিতে
   মুমূর্ষু জীবিতার শেষ পঙক্তি।।