ভালোবাসা আজ বিষাক্ত নিঃশ্বাস;
নিরুপায় সরস আঁখির জলোচ্ছ্বাস,
বুকফাটা দীর্ঘশ্বাস।
এতটাই অযোগ্য বুঝি আমি
এতটুকু প্রণয়াস্বাদনের?
এতই তুচ্ছাতিচ্ছ আমি
ভালোবাসা বাসিবার?


আমি কাঁদিতে ভুলিয়াছি প্রিয়া,
তোমার লজ্জাহীন উপেক্ষায়,
আমি তো কবেই দেউলিয়া
তোমার ঘৃণিত উপেক্ষায়।
ভালোবাসা হাটে ঋণখেলাপী হয়ে,
ফেরারী হয়েছি কবেই।
সে তো আজকের ইতিহাস নয়।
প্রিয়তমা,আমি নাহয় তোমার
যুগ্যিই ছিলাম না কোনদিন,
কোনদিক থেকে,
তোমার তো ছিলই জানা,
আমার সক্ষম আর অক্ষমতা।
ভালো তো বাসইনি, জানি।
শুধু দিলে যণ্ত্রণা-- আমার সবটা
কেড়ে নেবার পৈশাচিকতা,
তোমার ছলমাখানো মিথ্যা কথা।


অভিশাপ দেব না,জেনো,
খুব কি জরুরত ছিল
প্রতিশ্রুতির অট্টালিকা গড়বার?
ভেঙে চুড়ে আমার ছোট্ট হদয়টাকে
জ্বলন্ত শবাসনে সাজাবার?
এ মহাপাপ কি কভু ক্ষমিবার?


সুখী তুমি আছ জানি,
আমার মরুভূমি জীবনটাকে
কারবালা প্রান্তর করে।
ক্ষোভ নেই,রাগ নেই
শুধু আছে ঘৃণা,
না,তোমার নয়,আমার নিজের প্রতিই,
এক ব্যর্থ প্রেমের গদ্যকারের।