বিশ্বাস কর , এখনও ভীষণ ইচ্ছে করে
বৃষ্টিবেলায় তোমায় নিয়ে ঘুরি,
মাঝরাত্তিরে তোমার দিকে চেয়ে
স্বপ্নের আলপনা বুনি ,
ইচ্ছে করে আজো, ছুটির বিকেলে
লেকসিটি ঘুরে আসি ।


ইচ্ছে আমার মোরে আজো,
মেনিকিউর ,পেডিকিউর করে
নতুন রূপে সাজি,
নতুন কোন পোশাকে নিজেকে
চেনার চিনি ।
স্বপ্নে দেখি , অচিনপুরের
রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে ।
ভাঙা ঘরে বাজবে আবার মন্দাকিনীর সানাই ।


বিকেল বেলায় আবার খাব চা আর মুড়ি ,
দুজন বসে পাশাপাশি , নয়ন দু নয়নে ।
কল্পনাতে ভাববো আবার, ছেলে চাই না মেয়ে চাই ।
মেটে নি সাধ আজো,
রাঁধব কারো জন্য আমি,
তেলে- হলুদে, ঘেমে-নেয়ে ।
সংসার আমার ভেঙেই গেছে, অথবা হয়নিই কোনদিন ।
তাই বলে কি, দেখতে মানা,
সংসারের স্বপ্ন বোনা ???  


( সত্য ঘটনা অবলম্বনে )