ভুল ভেবে ভুল করি,
ভুল স্বপ্নে কেটেছে দিবস রজনী,
ভুলগুলো ফুল হয়ে গড়েছে
মিথ্যা বাসর, স্বপ্নের শেষ মৃত্যু।
ভুলের পর ভুলে,
দোষ কার, গুন কার,
মানুষ না অমানুষের?
স্রস্টা না সৃষ্টির?
কুৎসিত ভাগ্যের মৃত্যুর অপলাপ
জন্ম জয়ন্তী থেকেই ।
জীবন হয়েছে আজীবন অভিশাপের।
রাজকন্যা হয়ে জন্মেছিল যে,
ভাগ্য তারে রাজরাণী করেনি,
করেছে ভিখারি।
না মান, না ধন, না ভালবাসার মানুষ।
জীবন করেছে আজন্ম হতাশ।
নিঃসঙ্গ রাত- দিন, আর এক রাশ কষ্টকর বেদনা
ভুলা তারে যাবে না,


আর কত ব্যথা দিলে, মিটিবে কর্মভোগ।
ভালো কাজের মূল্য বুঝি আজন্ম অভিশাপ ?