মন রে মন, মন রে মন,
মন রে বোঝাই আ‌মি কেম‌নে,
‌বো‌ঝে না সে কোন কারণ,
মানে‌না সে কোন বারণ ।


সদা ম‌নে হয় , জা‌নি কেহ কা‌রো নয়,
তবু কেন হায়, হায়;
তবু কেন হায়
সদা ম‌নে হয় , সদা ম‌নে হয় ।


জা‌নি তুমি‌ নও আমার, আ‌মি নই তোমার ,
‌কেহ নয় আপনার চে‌য়ে আপন ।
তবু আপন কেন ভা‌বি এখনও আ‌মি?
যায় যে দিন কভু আ‌সে না ফি‌রে ,
হারা‌নো স্মৃ‌তি শুধু হা‌রি‌য়ে গে‌ছে ।
ভু‌লে গে‌ছো দিন তু‌মি,
ভু‌লে গে‌ছো তোমরা ।
আ‌মি কেন ভু‌লি‌নি গো , ভু‌লি‌তেও পা‌রিনা !
পোড়া মন সারাক্ষণ , ক‌রে কেন প্রহসন,
হারা‌নো সে দি‌নের কথা
‌ফি‌রে ফি‌রে আ‌সে ম‌নে
‌ফি‌রে ফি‌রে আ‌সে ।


মন রে মন, তো‌রে বোঝাই কত,
বু‌ঝে কেন বু‌ঝিস না, হৃদ‌য়ের বেদনা !
একটু য‌দি ভালই থা‌কো , ম‌নে কি প‌ড়ে আমায়?
ম‌নে কি প‌ড়ে ?


একটু বে‌শিই না হয়
‌ছিল ভা‌লোবাসা _ বা‌সি ,
একটু বে‌শিই না হয়
‌ছিল মন কষাক‌ষি ,
ভু‌লে তো গে‌ছে সবাই,
ভু‌লে আছ‌ো তুম‌ি আম‌ি ,
আকা‌শের তারারাও সে‌দি‌নের সাক্ষী ।


বাঁকা প‌থে তু‌মি সুখী ,
হৃদ‌য়ের রক্ত‌ে রাঙা‌নো বাস‌রে ,
জা‌নি সু‌খে আ‌ছো তু‌মি,
‌তোমা‌দের সা‌থে নি‌য়ে ।


মন রে মন, বো‌ঝে না কেন ,
‌শো‌নে না কারণ,
কাঁদ‌ে অকারণ ,
কার কার‌ণে?


মন রে বোঝাই আ‌মি কেম‌নে,
‌কেউ নয় আপনার,
‌ছিল না তো কেউ কভু ,
জনম জনম ধ‌রে ।


ভু‌লে য‌দি যাও আমায়,
ভু‌লি‌য়ে দাও আমায়,
পলাশীর ‍প্রহসন ।


মন রে মন,
‌বোঝ তুই বোঝ ,
তুই কা‌রো নস
তুই কা‌রো নস ।