প্রতিটা মানুষ  আসলে নিজের মতই হয়,
কেউ কারো মত হতে চাইলেও
হতে পারে না।
যেমন কূল হারা মাঝি
কূল খুঁজে পায় না ।
শশীদির মত হবার তো
আর কম চেষ্টা করিনি,
কিন্তু কোথায় পাব সে
রাজরাণীর মত কপাল,
আর রাজনন্দিনীর মত রূপ?
জনম কাটিল বৃথাই আমার।


স্বপ্নে দেখেছিলাম এক
রাতপরীকে,
খুব চেয়েছিলাম
পরীর মত হতে,
খেয়ালই করিনি তার দুটো
পাখাই কাটা,
কী দারুণ যন্ত্রণায় কুঁকড়ে ছিল।


আজ আমি পরী হয়েছি  ঠিকই,
ডানা দুটো কাটা।