তুমি তো ব্যস্ত তোমার মানুষ নিয়ে,
আমি কাকে নিয়ে থাকব বল?
তুমি তো তো দিব্যি আছো, তোমার তোমাদের নিয়ে;
দিব্যি ঘুরছ, ফিরছ; প্রেম করছ।
শূণ্যতা কি তুমি কি বোঝ?
দিব্যি তো রাত জাগছ, হাসছ, খেলছ,ফুর্তি
আমার কি হবে বল?
আমি তো ছিলাম এক তোমাকে নিয়েই,
আমার সবটা জুড়ে তুমিই শুধু ছিলে।
তুমি তো কিছুই হারাওনি;
না বন্ধু, না বান্ধবী, না প্রেমিকারা;
আমার কে ছিল , বল?
একটু স্বপ্ন, একটু ভালবাসা,
আর সেই ভাগের তুমি।
আমার সারাটা বেলা, সারাটা ক্ষণ কিভাবে কাটে
ভেবেছ কখনো? কতটা একা হলে, তোমায় গ্রহণ করেছি;
বা করতে বাধ্য হয়েছি?
ভেবে দেখেছ কি,
কতটা একা হলে,
ডুকরে কাঁদে কেউ কাউকে নিয়ে?
তুমি কি জানো,
আমার রাতগুলো কত বেদনার,
বিকেলগুলো পানসে?
একবার কি ভেবেছ, বেঁচে থাকার শেষ বায়ুটুকু ফুরোলে
কি নিয়ে বাঁচে মানুষ?
আমাকে এত রিক্ত করে,
কি লাভ তোমার হল , বল?
তুমিও হারালে আমায়, হারালে আমার মত ভালবাসা।
আমায় তো কেউ ভালোই বাসেনি ,
হারাবো কি আর বল?
তুমি ছিলে আমার অপশন, ওয়ান এন্ড ওনলি।
আমি ছিলাম, জাস্ট কিছুই না।