যে বক্তা শ্রুতিমধুর কথা জানে
তাকে ভাল বক্তা বলি। শ্রোতারা অনেক।
জ্ঞানী ব্যক্তি জানে বেশী বলে কম ।

যার ভক্ত হৃদে বাঁধা থাকে সাঁই
সূর্যালো কপল বন্দ্বী।


যত পড়বে- শিখবে তত।
জানার কী শেষ আছে?


জম্ম  যথাতথা, কর্ম ভাল- সঠিক বচন।
যেথায় সকল জম্ম এক বীজে।  


রতনে রতন খোঁজ- মানব রতন হাতের নাগাল।


ময়না বুঝে তোমার কথন-
তুমি এতোটা অবুজ কেন?