আমি প্রতিদিন ফিরে আসি
হৃদয়ের টান অনুভব করি.... সপ্রতিভ হই
ফিরে আসি বারংবার
এই জলে ভাসা জলপদ্ম বদ্বীপ ভোলা।


ভরা জোয়ারে কানায় কানায় যখন উছলায় ভাটির জল
পরিপূর্ণ দৃশ্যপট খুলে দেয় যথেচ্ছ সঙ্গত
দূর নক্ষত্রের মতো টিমটিম মিটমিট জ্বলে হাসে
দক্ষিণ সমুদ্রে নেমে মিশে যায় শূণ্যলোকে।


তখন সাগর দেখি কতনা শান্ত কতনা স্থির
সবুজ বেষ্টনী ছোট হয়ে হয় প্রেয়সীর বুকের আঁচিল।


গভীর নিশীথে তখন মৃদুশ্রী ঝংকারে প্রতৃপ্ত হই
প্রগাঢ় বন্ধুত্ব গড়ি আন্দামান দ্বীপে
টর্নেডো-সাইক্লোন ধৈর্যের দুয়ার খুলে দেয়
মমতার আসল স্পর্শ খুঁজে পাই মানুষ মানুষের।


আহা! 'রূপসোয়ানা' বদ্বীপ ভোলা........
সর্বক্ষণ একা ভাসে সাগর সঙ্গমে
গুড়ি গুড়ি বৃষ্টির মৌসুম
স্ফটিকের মতো মিঠাজল তুলে আনে
ইলিশের আগমনী বার্তা ঝাঁকে ঝাঁকে বুদ্বুদ-সুস্বন
মধুমোহ রূপালী সুঘ্রাণ ভেসে আসে।


শঙ্খচিল উড়ে যায়....পুরনো পালক পড়ে রয়
ধূর্ত শিয়াল প্রমত্ত হয় মৃত গরুর শরীরে।


অতঃপর ভাটায় ফিরে আসে সহবস্থানে.....
সম্পানের সারি বাঁধে বেহুলা ও লখিন্দর
বাসা বাঁধে শাস্ত্রমতে গৃহ-পতি-নারী
নদী তীর ভরে ওঠে জনাকীর্ণ অলংকারে।


আহা মায়াবী বদ্বীপ ভোলা
এখানেই চর কুকরী মুকরী যাবদ্ধর সবুজের লীলাভূমি
চৌকষ কৃষাণ কৃষি সূত্র শিখে
স্বপ্নিল প্রাচীর তুলে পরিজ্ঞান
লাঙ্গলের তীক্ষ্ণ ফলায় নেচে ওঠে ধান্যতত্ত্ব.... যশস্কর
সুখোচ্ছ্বাসে একদিন শ্রান্তির যবনিকা হয়
ভাটায় জোয়ারে।