আকাশের বুকে নৈঃশব্দ আগুন। বাতাসে পাথর কাঁপে থরথর
মাটিতে মেঘের ভেলা। পাথর চুঁইয়ে পরে জল।
আমি উঠি দিগন্ত চূড়ায়।


অন্ধকার ছিটকে পরে আলোর ভূবনে। রাশি রাশি স্বপ্নের বালুকা স্থির।
সোডিয়াম আলো আঁকে বিদ্যুৎল্লতা।
আগুন পানিতে শুধু বিনিময়।


কুয়াশা চাদর ঢেকে রাখে যৌবিক প্রহর... অধিবাসী মন... সরল গণিত।


কাঁচের দেয়াল ভেঙ্গে যায়। সিঁড়িতে দাড়িয়ে থাকে লেখচিত্র...
বাঁধনের টুকরো টুকরো আঁশ। আমি উঠি...
আর উঠি... উঠি... তারপর পা রাখি-
যেখানে দিগন্ত শেষ... সন্মুখে আকাশ।