যদি তুমি হও স্বাধীনতার অম্লান স্মৃতি
আমি তার ত্রিশ লক্ষ বীর শহীদের রক্ত
যদি তুমি হও চিরন্তর স্মৃতির টাওয়ার
আমি তার নয় মাস যুদ্ধের আগুন
যদি তুমি হও এ দেশের উজ্জ্বল আলোক
আমি তার বীর শ্রেষ্ঠদের রক্তের বারুদ
যদি তুমি হও অনন্ত সকাল
আমি তার প্রথম পাখির কিচিরমিচির কাকলি
যদি তুমি হও সে একাত্তরের পোড়া ইট
আমি তার কাঙ্খিত ও উদ্বেলিত স্বপ্ন
যদি তুমি হও উড়ন্ত বলাকা
আমি তার লক্ষ্যবেধ সূর্যের বুলেট
যদি তুমি হও হিমালয় চূড়া
আমি তার মৃত্যুকুপ গহ্বর
যদি তুমি হও ঘুম ক্লান্ত শান্ত ভূমি
আমি তার সবুজ বরেণ্য ঢেউ
যদি তুমি হও মাতাল আক্রোশ
আমি তার জ্বলন্ত লোহার কাঁঠি
যদি তুমি হও নিকষ আঁধার ঘন বন
আমি তার পরিচ্ছন্নে ইস্পাত কুঠার
যদি তুমি হও বিজয় দিবস একাত্তর
আমি তার পাদদেশে স্বাপ্নিক আরক্ত ফুল
যদি তুমি হও প্রভাতের লাল সূর্য
আমি তার পতপত ওড়ানো লাল সবুজ পতাকা।