১. এই মহাজগতের সকল সৌন্দর্য
    তোমার ভালবাসার ঐকান্তিক নিদর্শন।


২. তুমি হীনে মহান সাধনা চারুশিল্প
     নিশ্চয় কখন উত্তম স্বীকৃত হবে না।


৩. তোমার সকল সৃষ্টি কর্ম নান্দনিক দৃশ্য
    আত্মা তারই পরিশোধিত ধারক-বাহক।


৪. তুমি সৌন্দর্যকে উপভোগ করার জন্যই সৃষ্টি করনি-
    যার রূপ রস গন্ধে উদ্ভাসিত হয়ে ধর্মে-কর্মে  গতির সঞ্চার কর।  


৫. তুমি পৃথিবীকে আলোকিত করার তত্ত্বের কারিগর
    যার দৃশ্যকল্প জীবন গঠনে নৈপূণ্য চিত্রক হিসেবেই কাজ করবে।


৬. পৃথিবীটা স্বর্গের উদ্যান হলে
   মানুষ বিভিন্ন প্রজাতির এক বিন্দু ফুল।


৭. তুমি সৌন্দর্যকে হও বললে হয়ে যায়-
    মানুষ হৃদয়ে রূপায়ন করে কল্পনার প্রয়োগ ঘটায়।


৮. তোমার জগতে সৌন্দর্য অনন্তকাল জাগরিত থাকবে
   মানুষের উপভোগ করার সময় খুবই ক্ষীণ।


৯. তোমার সৌন্দর্য পুরনো হলেও নতুন আঙ্গিকে প্রকাশিত
    মানুষের চিত্রশিল্প পুরনো হলে মূল্যহীন হয়ে যায়।


১০. তোমার নৈপুণ্য অম্লান অংকণ চিরকাল বেঁচে রবে
    শিল্পীর তুলির চিত্রাংকণ একদিন মাটিতে বিলীন হবে।