ঘুমের অপর নাম মৃত্যু-
গতিময়তা যদি না থাকে।


বলাকারা মালা গাঁথে আকাশের গায়ে।
কিউসেক কিউসেক জল ঢালে নায়াগ্রা প্রপাত।


শ্রান্তির বিলাসে ঢেকে থাকে উন্নয়ন।  


কোয়ান্টম সূত্র খুঁজে কবিতায়।


হাওয়ার গতি বেড়ে ঘূর্ণিঝড়।
পাহাড়ের কান্না ঝর্ণা যদি হয়
ছন্দের প্রেমিক হবে কত জন?


তুমি রকেটও নও- রফরফ ও নও।