উল্টো পথে চলার বিপরীতের নাম।
আদব বড়দের পাওয়ার অধিকার-
মাতাপিতার গুরুজনের প্রতি।


সাত দিনে সপ্তাহ-তিরিশ দিনে মাস।
গ্রহ-তারা-চাদ-সূর্য পরিভ্রমন নিদিষ্ট কক্ষপথ।


কাল পরিক্রমা বন্ধ হয়েছে কী?
বসন্ত বারবার ফিরে ফিরে আসে ।


তলা ফুটো যে জাহাজ ভাসছে-
ডুবতে কতক্ষণ?


বিপদ-আপদ আমাদের ক্রয়কৃত মূলধন।
বাঁচতে হলে সকলের আদব শেখা জরুরি।


আইন অমান্য করা- নিশ্চিত কঠিন শাস্তি।