কোথায় থাকরে তুমি... থাক যে কোথায়...


রূপের সাগরে ভাসি বেহুলা ভেলায় তুলি জ্যামিতিক বিন্দু
ত্রিকোণেই রাখি জৈব জলের আগুন
ভালবাসি ছাইপাশ... কম্পাস ঘাটতি বছর বছর
কলির কলস ভেসে যায় যমুনার জলে
যন্ত্রণার অগ্নি পড়ে থাকে বাউল বাতাসে
কাঁচের কাঁকন বাজে পরানের গহীন ভেতর
চিনচিন কঠিন ব্যথা ধীরে ধীরে বাড়ে বিষলাক্ষ্মীর ছুরির বিষে রক্তানীল চারদিক
কফিন সময় হাতছানি দেয় মনসার অলীক প্রণয় বাঁধা নগর জীবন...


চাবি মেরে ছেড়ে দিলে তুমি কারিগর...
সন্ধ্যায় লাশ হয়ে ফিরি নৈঃশব্দে।