দু’চোখের দৃষ্টি যখন নিবন্ধ হয়
জ্ঞাতির বসত। এক নদীতেই দু’টি ঝর্ণার মিলন।


তোমার সম্মুখে সাগর প্রবাহমান।


তুমি তটে থাকবে না জলে ভাসাবে তরী
সে পথ তোমাকে বেছে নিতে হবে।


মন চুরি করেই জমায় আকর্ষণ
তবে দুর্ঘটনা জম্ম দেয় নানা রঙ।


চাষবাসে আকৃষ্ট আদম হাওয়ার এ জগত।