ঘরের ভেতরে ঘর....স্বপ্নের বীজ বুনে যাই
কুমার পণীতে তুলে নেব ধাতব শ্রীকলা
আজ শস্য দিবসে শিৎকার...বেসাতির বাসন কাফেলা
রাস্তায় ভাস্কর্য অপরূপ স্বাধীনতা...
কষ্ট বাড়ে বস্তির ভাঙ্গাচূড়া ঢেড়া জ্বালামুখ দেখে
শ্রেণীর সমাধী তীরে মুখোশ শাসন উস্কে দেয় নির্ভরতা
প্রতিদিন প্রভাত মঙ্গলে ডাস্টবিন সাবার।


উদাসিন বাঁশি বাজে...রোম সাম্রাজ্য পুড়ে ছারখার;
এইতো ইতিহাস... (হাতে হ্যারিকেন বোগলে ছাতা)
চিন্তার সদভার গৌণ... পরবাসি রাত কাঁটে রক্তামশায়
একমাত্র শৌচাগারে যাবতীয় সুখ।


নষ্ট তেনা ফেলে ধুয়ে মুছে সাফ করি স্মৃতিচিহ্ন;
বাজারে প্রসার ঘটে বেকার পণ্যের
যুব সমাজে গোপন অস্ত্র ছলাকলা
ক্রিয়া বিক্রিয়ার সূত্রে খেলা করে....চোখে অভিসার
বিজ্ঞাপণে ধন্য ধন্য নিঃশ্বাসে বাঁধা
প্রেমের আগ্রাসে কাপড় উধাও.... নিমিষেই ফর টুগেদার
আদিম মানস বুকে তোলপাড়..... এইটস দিবস
ফলাফলে জিরো বিচিত্র জিজ্ঞাসা
সুপ্রভাত ঢাকা।