দাওয়ায় বসে আছে বেকার যুবক
উঠোনে ধানের রোদেলা দুপুর ঝাঁ ঝাঁ
উছলায় সে এক পৌঢ়া নারী
সংসারের ঘাণি খাঁটুনি কিংবা অস্থির উত্তেজনা
ক্লান্তি-ঘাম-বেদনা আঁচলে বেঁধে রাখেন।  


জানে- 'জীবন তো আর পুষ্প শয্যা নয়'.....
যেন স্বভাবজাত বুক ভরা একরাশ অশ্রু;
ভাটা বয়.... জাগে বিস্তীর্ণ বালুর চর
ধোঁয়া জাল পাতে উর্ণাভ চারদিক....
উদাস প্রপাত নামে আস্তির আঁড়ালে
তবুও জানে না হৃদয় নান্তির প্রণাম;
চাপা-মৃদু-শান্ত আতপী সুহাস্য লেপ্টে থাকে
সন্নিকটে আতিথ্য জবাব....
ভাল আছি.... খুব ভাল আছি।