এই সেই পথ.... পাশে চষা ক্ষেত
বাউলের সারি ... জীর্ণ এ প্রাসাদ
আঁকাবাঁকা ছোট নদী দূ'কূলে কাঁশবন
ছোট ছোট কুঁড়ে ঘর... কাছে সরোবর
ঐ যে শাপলা শালুক সবই মিল
কত চেনাজানা....
কৃষ্ণচুড়া গাছটি এখন অনেক বড়
চারিপাশে মেলে আছে ডানা।
এইতো কুকিল কুহুকুহু গাইছে
ঘুঘুরা কন্ঠ মিলায়
অশত্থের মগডালে বসে
সেই বেত ঝোঁপ রাধালতা মায়াবন
সব ঠিক অবিকল সেরকম
যেমনটি ছিল কিছুদিন আগে।