তোমার মহিমা এবং করুণা আবহে একান্ত নিমজ্জিত আমি
পথের দিশারী যা কিছু পেয়েছি খুঁজে ফিরে আদি অন্ত তোমারই
তবু নিচ্ছিদ্র চাঁদের ভেলায় গা ভাসিয়ে দিলাম নিরবিচ্ছিন্ন
পরের সওদা তুলে তুলে নিজের সওদা ভারি করি ....
আমি যে অতীব এক বিন্দু জল আর ধূলোরাশি
একান্ত সে কথা ভুলে যাই..জগতের সব পরিপাটি দেখি
দৃষ্টির সীমানা প্রতিবিম্ব ফিরে আসে নিরেট পদার্থে
সকল আলোক আমাকে উদ্ভাসিত করে.. অন্ধকারের বিদায়
কূলে এসে সাঁতরে সাঁতরে ক্লান্ত আমি দয়ার সাগরে
আহত পাখির প্রতিধ্বনি শুনি নতুন দিনের দিপ্ত আভরণে
তুমি স্থির অতি পুরাতন আকাশ বাতাস
নতুনের চেয়ে আরেক নতুন প্রকাশিত
যেম্নি মুছা পেল ফেরাউন প্রাসাদ, আগুনে ফুলের বন
পাপিও নাজাত পেল তৃর্ষ্ণাত কুকুরকে জল পানে
সেই করুনায় আকাংখিত আমি
প্রাণ ভরে উপভোগ করি সব ঘ্রাণ.... দীর্ঘশ্বাস বুকে নিয়ে দেখি
কতটা মহান হলে প্রিয় অতটুকু প্রতিদান পাওয়া যায়।