একমাত্র তুমিই শান্তির অমিয় বাণী ঘোষণা করেছো ইসলামী তাকওয়া
নৈতিক চরিত্র সংশোধনের ফরমুলা কেবল পবিত্র কুরআনে সন্নিবেশিত
ত্যাগের মহিমা অর্জনে কতটা ধৈর্যের প্যারামিটার দরকার সচলায়তনে
যুগের শেষ মহাপুরুষ মুহাম্মদ শিখিয়েছিলেন আপন নিরীখে...
মানুষের সৌদাহ্য-সম্প্রতি-সাম্য-ভ্রাত্য মৌলিক আদর্শ যদি বা পরমানু হয়
শান্তির এটোম ফোটালেন উজ্জ্বল একঝাঁক পায়রা কণিকার মৌল বিস্ফোরণে
একাত্ব বন্ধনে গ্রথিত থাকুক যেন পৃথিবীর আদি পরিবার।
তেমনি যদি হয় আমি প্রশান্তির আদর্শ পতাকা ওড়াবো তোমার বাসন্ত বাতাসে
আকাশে বাতাসে শান্তির পরাগ নড়ে চড়ে উঠবে...
সুঘ্রাণে বিভোর হবে জাগতিক মহাকাশ
তখন সে বিশুদ্ধ বাতাসে আন্দোলিত হবো প্রিয়...
ইথারে ইথারে জন্ম নেবে একাধিক স্বপ্ননীল প্রস্রবণ।