ইয়া খালিকু হে মহান স্রষ্টা। তুমি শুরু তুমি শেষ। তোমার সৃষ্টি এই বিশ্ব। এই জীবন যাপন। তোমার হাজার নাম। তাতে শান্তি করুণা আধার। তোমার ক্ষমা অপার। তোমার স্মরণে মুক্তি। তুমি আলো অন্ধকার। তুমিই জীবন। তুমিই মৃত্যু। তোমার ইচ্ছায় সবকিছু। তুমি সব ক্ষমতার উৎস।
তোমার সৃষ্টিতে মুগ্ধ পৃথ্বি। তোমার প্রেমে আত্মহারা। ইয়া খালিকু, তুমি একমাত্র রব। তুমি সব। আমার প্রার্থনা তোমাকেই ঘিরে। তোমার নিকটে আমার আশ্রয়।
তুমি সূর্য। তুমি চাঁদ। তুমি নীলাকাশ। তুমি পৃত্থির সবুজ। তোমার সৃষ্টিতে- অসীম সৌন্দর্য। প্রকৃতির মাঝে শান্তি আর শান্তি। ধুলিকলায় অস্তিত্বে গভীর রহস্য। কুদরতে নতশির। তোমারই সীমাহীন নেয়ামতে ক্ষমতা অপরিসীম।