শ্বাস নিয়ে সম্পূর্ণ বুক ফোলানো যায় না,
চোখ বন্ধ করতেই, কুপিতে জ্বলে টিমটিমে আলো।
অস্থিরতাগুলো চেপে বসেছে আজ ফুসফুসে,
স্বার্থপরতার প্রমাণ খুঁজতে বেরোই চলো!


সূর্য ডুবলে চাঁদ হয় আর চাঁদ ডুবলে সূর্য,
তারাগুলো বিশা-ল আকাশে ছোট কুপিবাতি।
স্বর্গ-নরক কেন করছে অপেক্ষা?
মানুষ, অনেক বড় স্বার্থান্বেষী!


মানুষ স্বার্থপর!
নিজ ভাল ছাড়া বুঝে না কিছু,
বিধাতা নিজ স্বার্থে - সৃষ্টি করেছে মানুষ।
সে স্বার্থেই ছাড়ে না; মানুষ মানুষের পিছু!


হায় বিধাতা!
আমিও সে মানুষ!