পড়বো বই মজা করে।
হাজার টাকার নোট দরে...
আবারো বাহির নতুন বই!
পড়তে বসলে হইচই ।
গদ্য পদ্য পুষ্প লতা।
লিখা গুলো বাধাগ্রস্ত, স্মৃতি পাতা!
তাই তো, বসে লাইব্রেরি মেলা!
বই করও না অবহেলা।
শান্ত ভাবে বই পড়বো ,
এই অঙ্গীকারে বই কিনবো।
যাবো মেলায় নতুন বই ।
কিনবো পড়বো সবাই কই!
চলো সবাই মেলায় যাই ।
নতুন নতুন জ্ঞান পাই।
আমাদের রহস্য,
আমি ঐ!
বই পড়ে দাওলিয়া হয়েছে,
এমনি শুনেছো কোথায়?
বই স্নায়ু গতি জুড়ে!
রহস্য তুমি?
বিদ্য তোমায় কি শিক্ষা দিলো!
রহস্য তুমি,এই আপনি জুড়ে।
বই আমার আপন নেতা!
রহস্য সে তো, জীবন গতি সেথা।
তুমি আমি এক প্রাণী ছাই!
বই মানব গড়ে তুলবে।
বিদ্য আমি প্রকাশিত,
রহস্য তুমি শিক্ষা তাই!