মাকে নিয়ে কি লিখব?
বুজতে পারছিনা ।
কোথা থেকে শুরু করবো,
তাও জানি না ?
শৈশব থেকে শুরু করলে,
জীবন কেটে যাবে ।
মাকে নিয়ে লিখা কি,
কখনো শেষ হবে ?
মা কি শুধুই জন্ম দাতা ?
তা কিন্ত নয় ।
মা কখনো বন্ধু হয় ,
কখনো হয়ে পরে গুরু ,
কখনো হয়ে পরে ,
আমার জীবনের হিরো ,
মা, মা, মাই পারে,
আমায় হাসাঁতে ।
মা শুধু , মাই পারে,
আমার সত্যি বন্ধু হতে ,
মা কখনো ,
আমার সামনে কাদ্দেনা ,
আমার চোখের জল দেখলে ,
আর শান্ত থাকে না ।
মাকে নিয়ে লিখলাম যা,
এর বেশি লিখবো না ।
বেশি লিখলে কারো ,
ভালো লাগবে না।
শুধু বলবো এতটুকু ,
মাগো তোমায় ভালবাসি ,
তোমার স্বপ্ন আমায় নিয়ে ,
আমি হবো মা,
হবো তোমারই বাঁশি ।