তরী ছাড়া নদীর উপর!!
নৌকা পরিবর্তন হচ্ছে,,
জাহাজ নির্মিত স্বপ্ন হারাইয়া,,
হাজার টাকার নোটে ভাসছে
কূল নাহি সীমা নাই,,
ডুবন্ত এক প্রহর,,
স্বপ্ন দেখা পাপ তবে,
স্বপ্ন কেন স্বাধীনতা মোর??
লিখতে ইচ্ছে করছে তব,
লিখার কিছুই নাই,,
আকাশ ছোঁয়া মানুষ আমি!!
মহাশূন্যে বিলীন ছাই।
আমি এক মানুষ তব,।
জীবন্ত উপন্যাস তাই।
আমার বাস্তবতা পরিচয় তব,
আমার ঠিকানা ঠাই।