কবিতায় আর লিখব কি?
যা লিখেছেন রবি ঠাকুর
যা লিখেছেন কাজীনজরুল
হয়নি কি শেষ প্রতিটি,
জীবনের একুল ওকুল?
কবিতায় আর আসবে কি?
মানব জাতির কথা,
তরুন প্রানের ব্যাথা,
শাসিত কৃষকের কথা।
সবইতো তারা লিখেছে,
তবু ও কবিতা লিখা হয়।
একটি জীবন নিয়ে,
ভালবাসা নামক অস্ত্র নিয়ে
শহীদের তাজা রক্ত দিয়ে
মায়ের মুখের হাসি দিয়ে।
একটা সমাজ, একটা জা্তি
একটা দেশ দিয়ে।
কবিতা লিখা হচ্ছে
আরও লিখা হবে ,
নতুন জাতি লিখবে।
কিন্তু কেউ কি হবে,
রবি ঠাকুর?
কেউ কি হবে,
কাজী নজরুল?
কেউ কি বুঝবে তাদের,
ছেড়ে যাওয়া কথা?
নতুন জাতি কি লিখবে,
তাদের না লিখা কথা ?
যা তারা লিখেনি ?
তা কি লিখবে,
আমার লিখা কবিতা?