আঁখি খানি রুখে গেছে মাঝি,
পলক ঝাপটেনা নূরে।
তুমি তব ডুবে গেচ্ছ,
আমার স্নায়ু আলো জুড়ে।


চোখে শুখ তাঁরা গুলো,
চুপসে গেছে বড়ে।
আজ যেন অমৃত পদাবলী রচিত।
আঁখি ছলছল ঘরে।


আঁখি যেন স্তব্ধ করিয়াছে,
সমাজ গতি জুড়ে।
মাঝি আঁখি তোমাতে এই জন্ম যেন,।
আমার মৃতু সাদ গ্রহণ করে।


প্রেয়সী তুমি আমায় দিলা,
তোমার চোখও মনি ঠাই।
তবে কিছুটা আমি পেয়েছি,
নতুন জন্মানো আমায়।


তব,আঁখির যত্ন নিয় কুহু,
আঁখি যে কথা কয়??
স্তব্ধ রুখে যায় দেবি,
স্নায়ু প্রহরে রয়।


আলো আসিয়া দাঁড়ায় দুয়ারে !!
শতাব্দি এক মৃর্দ নয়নে।
আমি তো চাইনি এমন।
রুহু বন্ধী এই গগনে!!


আমি চাই তোমাতে চাই।
না হয় যাযাবর!!
জীবন এখানেই বন্দী,দেবী!
তোমায় সাধনার উপর।