আমাদের প্রত্যেকের প্রত্যহ আপনাকে জানতে হবে, বোঝতে হবে,
আপনার ভেতরকার চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা দেখতে হবে।


প্রত্যেক মনীষীই আগে আপনাকে জেনেছেন, আপনার ভেতরে ঢোকেছেন,
তারপর অপরকে জ্ঞান দিয়েছেন, বোঝিয়েছেন।


সক্রেটিসের সোজা কথা-“আপনাকে জানো”,
এই দুই শব্দেই আছে উন্নতির গূঢ় রহস্য।


কী চায় আপনার মন?
সে কি চায় বাধাহীন পাখি হয়ে দূর আকাশে খেয়ালখুশি মতো ওড়তে?
না-কি তার ইচ্ছা, বদ্ধ ঘরে বসে বসে শুধুই ভাবনার রাজ্যে হারাতে?


আপনাকে জানি, আপনাকে বোঝি, চলো আপনার রাজ্য গড়ি,
আপন দর্শনে একাকার হয়ে আপনার পথে হাঁটি।


আপনাকে জানলে সত্য পুরো জানা হবে না, তবে সত্য বোঝতে সহজ হবে,
মিথ্যার মাঝে হারানো বিবেক আপন পথ খোঁজে পাবে।


আপনাকে জানলে অহংকার আর হিংসা দূর হবে,
আপনাকে চেনলে খোদা ও তার অপার মহিমা জানার পথে এগোনো যাবে।