ক্রন্দনরত মানুষকে সবাই দেখে,
ক্রন্দনরত আত্মার খোঁজ কোথায় কে রাখে?
ক্রন্দনরত আত্মাকে কে দেখে?


বাহ্যিক ক্রন্দন কষ্ট লাঘব করে,
আত্মার ক্রন্দন কষ্টে নিক্ষেপ করে,


ক্রন্দনরত মানুষ স্বস্তি পায়, সান্ত্বনা পায়, সঙ্গী পায়,
ক্রন্দনরত আত্মা দুঃখের স্বাদ ছাড়া আর কী পায়?


আত্মার ক্রন্দন মানুষকে ভাবায়, পথ দেখায়,
আত্মার ক্রন্দন মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগায়।


ক্রন্দনরত আত্মা যেন রক্ত-মাংসের মানুষের আসল রূপ, আসল দুর্বলতা,
ক্রন্দনরত আত্মা যেন এই জীবন নাট্যে 'মানুষ' নামক অভিনেতার আসল জীবন কথা।