খোদা তাঁর পয়গম্বর ইবরাহীমকে বড় বেশি ভালোবাসতেন,
তাইতো তিনি তাঁর নবীকে কঠিন পরীক্ষায় ফেললেন।


খোদা বললেন যে নবী যেন তাঁর প্রিয় পুত্র ইসমাঈলকে খোদার জন্যে দেন কোরবান,
খোদার নির্দেশে ইসমাঈলও দিতে প্রস্তুত হলো নিজের প্রাণ।


কিন্তু খোদাতো তাঁর নবীকে অনেক ভালোবাসতেন,
তাইতো তিনি তাঁর আপন মহিমায় ইসমাঈলের বদলে ইবরাহীম নবী দ্বারা দুম্বা কোরবান করালেন।


আজও সমগ্র মুসলমান খোদার তরে আপন স্নেহের পশুকে দেয় কোরবান,
এটাইতো ত্যাগ, এটাইতো খোদাপ্রেম, এটাকেই বলে মজবুত ঈমান।