ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে আগমন করিয়াছে,
তাইতো অশোক, আকড়কাঁটা, হিমঝুরি, ইউক্যালিপটাস, জ্যাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলকজুঁই হাসিতেছে চারিদিকে।


শুষ্ক শীতের রুক্ষ গাছপালাগুলো আজ ডানা মেলিয়া আনন্দ করিতেছে,
ষড়ঋতুর রাজা বসন্ত আগমন করিয়াছে।


আজ প্রকৃতিতে খুশির আমেজ সৃষ্টি হইয়াছে,
কেননা শীতের রুক্ষতা দূরীভূত করিতে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত আসিয়াছে।


আজ গাছে গাছে কোকিল পক্ষী গান করিতেছে,
তাইতো বলি ঋতুরাজের আগমন ঘটিয়াছে।


আজ সজ্জিত প্রকৃতি কুল, তেঁতুল, আতা, শরীফা দ্বারা,
আজ গাছে গাছে বসিয়াছে  তোতা, ময়না-শালিক, ফিঙে,কাঠঠোকরা, বুলবুলি, চড়ুই আর মৌটুসিদের মেলা।


আজ উদাস কবি তাহার আপন সুর খুঁজিয়া পাইয়াছে,
আজ গ্রাম-বাংলা তাহার সবুজ-শ্যামল রূপ ফিরিয়া পাইয়াছে।


আজ সৃষ্টিজগতে আনন্দের জোয়ার আসিয়াছে,
কারণ বসন্ত তাহার আপন রূপে ধরা দিয়াছে।