আপনার অতি আদরে বড় হওয়া খাঁচায় বন্দি পাখিটি সুযোগ পেলেই পালিয়ে যাবে,
আপনার সাথে সারাক্ষণ মুখস্থ কথা বলা পাখিটিও ওড়ে যাবে নীল আকাশে।


কেন জানেন! কারণ সবাই মুক্ত থাকতে চায়, স্বাধীনতা চায়,
নীল আকাশে, মুক্ত বাতাসে নিজের মতো করে চলতে চায়।


এক বিশাল ব্যাপার, অনন্য এক অনুভূতি এই স্বাধীনতা,
পার্থিব জীবনে একজন প্রকৃত মানুষের কাছে সবচেয়ে বড় পাওয়া স্বাধীনতা।


যুগে যুগে সংগঠিত সব বিপ্লবের মূলেই ছিল স্বাধীন হওয়ার তীব্র ইচ্ছা,
একজন বিদ্রোহী, বিপ্লবী হওয়ার মূল প্রেরণাই স্বাধীনতা।


স্বাধীনতার জন্যই ত্রিশ লক্ষ শহীদ নিজ প্রাণ বিলিয়েছে অকাতরে,
স্বাধীনতা এক উজ্জ্বল আলো নিকশকালো অন্ধকারে।


স্বাধীনতার মানে নয় অধীনে থেকে নিছক মৌলিক অধিকার ভোগ করা,
স্বাধীনতা মানে স্বাধীন হয়ে নিজের মতো বাঁচা।