আলো আর আঁধারের নিছক হলিখেলা
থেমে থেমে চলছে সারা সকাল বেলা।
হঠাৎ হঠাৎ নিকষ কালো আঁধার
বিদ্যুত চমকে আলো আবার।
মেঘে মেঘে কুকুর-বেড়াল বৃষ্টি
ভিজে ভিজে জুবু থুবু অপূর্ব সব সৃষ্টি।
দেখিতে দেখিতে কেটে যায় বেলা
শেষ হয় না তবু আলো-আঁধারের খেলা।
ভাবনারা যতো জড়ো হলো মনিরার
কেমনে জুটাইবে পঞ্চ মুখের খাবার।
চাষের ধান গেলো তার বানে
রাক্ষুসে ক্ষুধা নাহি তা মানে।
অপলকনেত্রে অপেক্ষা গৃহকোণে
বাদল থামিলেই যাইবে অন্নের সন্ধানে।  
অকশ্মাৎ ঈশান কোনের বায়ু তোড়ে
ঘরের চালা মনিরার যায় উড়ে।
সেসাথে আলো-আঁধারের র্নিমম খেলা
ভঙ্গ করে মনিরার সকল আশার ভেলা।