২৬শে মার্চ
মহান স্বাধীনতার দিবস
এইদিনে ডাক এসেছিলো
মুক্ত হইতে পরাধীনতার কবচ।


কৃষক শ্রমিক জনতা
মিশে গেছে এক কাতারে
যার যা ছিলো র্নিবিশেষে নিয়ে তা
ঝাঁপিয়ে পড়লো স্বাধীনতার তরে।


ধর্ ধর্ মার মার
পাক সেনা হায়নার দল
কোন্ সে সাহস ওদের
জানেনা আছে মোদের ঐক্যবল।


উচিত শিক্ষা দেব ওদের
পায়নি যাহা কোনকালে
চুবিয়ে চাবিয়ে মারবো বেটাদের
ফেলে ফেলে বাংলার খালে।


অশ্র নেই সশ্র নেই
হইছে তাতে কি
বুদ্ধি খাটাব কৌশল খাটাব
কাটতে হায়নার লোলুপ জি।


কতো রুপেইনা হলো
স্বাধীনতা যুদ্ধের কৌশল
প্রান গেলো, লক্ষীবোনের মান গেলো
শেষে হইল সোনার বাংলা সফল।