ভোর হইতেই ব্যস্ত মোর
ছোট্ট আইরিন সোনা
কি খাওয়াবে-দাওয়াবে বাবারে
নাহি তার জানা।


আজিই বাবা এলো কতোদিন পরে
কততো কিছু লয়ে তার হাতে করে।


মাকে সুধায় দীদুকে সুধায়
দাওনা দাও খাবার বাবায়।


দৌড়ায়ে যায় সেহেলী
বারংবার ছোট্ট সোনার ডাকে
রুটি রাখে মেলি
বানায়ে পাটায় বেলুন জাকে।


একটা রুটি নিজে বানায়
সরায়ে আইরিন তার মায়।


মা কাজে দীদুন কাজে
রুটিটা তাই নিজে নিজে ভাজে।


রুটি, সবজি আর ডিম
সাজায়ে প্লেটে কয় আইরিন
বাবা ওবাবা এনেছি নাস্তা
আপনি খেয়ে দেয়ে নিন।


হৃদয় ভরিলো আমার ভরিলো মন
সুখ্যাতিয়ে থেকো সোনা সারাটিজীবন।