নশ্বর শরীরখানা নিয়ে কর যে শুধু বড়াই
আছে কি এর অস্তিত্ব সেকেন্ড আড়াই।
ভাবিয়া দেখ হে সৃষ্টি স্রষ্টার তরে
বন্দনার লাগি পাঠাল তোমায় পৃথিবী পরে।
এক সেকেন্ডের নাই ভরসা
তবে কেনো যে এতো দুরাশা।
লোভে লালশায় সদা করিছ অনাচার
একটু খানি চোখ বুঝিলে থাকিবেনা দাম তোমার।
সময় থাকতে কর নতি যদি মনা
সুন্দর আমলনামা যাইবে সাথে একখানা।
ওফাতের পরে থাকিবেনা কিছু অবশিষ্ট
সময় থাকতে এখনই হয়ো সৎ শান্ত-শিষ্ট।
নিজেরে ভাবিয়া অনেক বুদ্ধিমান
সদা করিতেছ  পাপ পাহাড় সমান।
কাকেও কি দেখিছ হয়ে থাকতে অমর
অযথা তবে কেনো এতো সমর।
সৃষ্টির সেরা জীব হয়েও হে মানব
দম্ভ, অহং আর লালশায় হয়ে যাচছ দানব।
হে মানব যেখান থেকে সৃষ্টি তোমার
সেখানেই ফিরিতে হইবে তোমাকে আবার।
ইহার হইবেনা কোন অন্যথা
যতই কর তুমি বৃথা চেষ্টা অযথা।