পান্তার ইলিশ আর সাদা-লাল জামা
কেনার ধুম লেগেছে হেথায় যেথায়।
আমারে একটা কিনে দে না মা ওমা
গলায় জড়িয়ে কহে ছোট্ট মিনু মায়।
চক্ষু তলে তার জমে উঠে অশ্রকনা
নিবার্ক কি কহিবে না বুঝে জমিলায়।
এবেলা খেয়ে যেভাবে ওবেলার কথা
কেমনে পুরনিবে সে মিনু বায়নায়।
জামা কেনার নেইকো সাধ্বী লক্ষী মা
সুধায় জমিলা তার ছোট্ট সোনায়।
হু হু শব্দে কেঁদে কেটে চক্ষু মুদে মিনু
সাদা-লাল জামা তার মনে মনে রয়।
রাত্রির পর ফু-ফায় বৈশাখী সকাল
ছোট্ট মিনুর সকাল আর নাহি হয়।