তোমাকে বুঝি আমিই বলছি!
আচ্ছা মিথু তুমি কি শুনতে পাও আমার কথা
হাসি, উল্লাস, ভাণ-অভিমান, বহ্নি
দিনদিনান্তে কেমন সর্পিল আলো
অন্ধকারের হাহুতাশ কত ব্যঞ্জনা আর রহস্যঘন
কি যেন বাণ তোমার আমার ভিড় আর অস্থিরতা;আড়ষ্ঠ
তবুও মহাকাল ভালবাসি তোমায়!


কি বিড়ম্বনা! কি দ্যাখছি তোমায়!
আলোকরশ্মি বুঝি তোমারই শরীরে, সূর্যি যেন মৃত
হাহাকার ছড়াচ্ছে ফিউশন নাকি ফিশন
দেখছি কেমন করে চুঁইয়ে পরছে আদ্যিকাল
চোখগুলো আজ বিতস্ত্র আর নকশাবন্দী
তুমি টেনে হিঁচড়ে বের করছো আমায়;গম্ভীর
কেন জানি তোমায় ভালোবাসি!


শুনতে কি পাচ্ছি তোমায়!
পাহাড় সময়ে সময়ে ডেকে হাওয়া হচ্ছে
আমার নদী তোমার পাহাড়ে
নিশ্চুপ নিমগ্নতা তোমার কাছেদূরে আমায় ধেয়েছে
ছুটে চলছি পূর্ব-ডান কোণে
ক্ষণেক্ষণে কানের স্টেপিস বেদনা দেয় শুতে যাও;শুভরাত্রী
কিভাবে যেন ভালবাসি তোমায়!


মিথু, অনুভব বোধহয় পাচ্ছি!
এইতো শিরশিরে উন্মাদনা এলিয়ে গেলো
খানিকটা শিরচ্ছেদ করেই ধোঁয়া
কখনো ছুঁইবো না হাত গুটোচ্ছি
পাঁচ মিনিট করে জীবন সরিয়ে নিচ্ছে তোমার থেকে
আরো কিছু সময় দাও সময়কে সাথে বর্তমান;অনিশ্চিত
অজ্ঞানে কি সজ্ঞানে ভালবাসি তোমায়!


রাস্তাটা বুঝি কাছাকাছি হচ্ছে!
তোমার খাবার আমার ইচ্ছা স্থিত অভিপ্রায়ের মসলা
ঝাল হলেই ভালো সাথে একটু ট্রাফিক
কনুই থেকে মধ্যমা পর্যন্ত দূরত্ব এক ডজন ডাকটিকিট
হাফ্প্যান্টের দাগ রাস্তাঘুরে আবার একা;পূর্বমুখী
অনেক কাছে ভালবাসি তোমায়!


হয়তো তোমায় আবিষ্কার করছি!
একটু অ্যালকোহল তিন দিনের অবিশ্রান্ত স্টোমা
কমা থেকে বিলাস কিছুটা তন্তুজ অবক্ষিপ্ত চোখ
আচ্ছা, সমুদ্রের মধ্যেকার রেখায় তুমি নদী
নাকি সলতে দেয়া হ্যারিকেনের ধোঁয়া
নাকের মাংসে একটু ভাঁজ
গন্ধভাদাল বুকেপিঠে শেষ শ্বাসচাপ;স্থগিত
আচমকা ভালবাসি তোমায়!


তোমার হাতে কি আমার হাত!
সেগুন গাছের বুদ্ধিমান শিকড়ে কালোচিত আঙুল
নিমেষেই অনিমেষ কিছুটা উত্তল লেন্সের আড়ালে
উত্তেজনা প্রমোদ প্রবচন
সাত্ত্বিক উন্মোচনে জড়িত হাত বাঁ পাঁজরে ফাঁক খুঁজে
অ্যানাটমি আর কেন্দ্রবিমুখ তুমি আমি;মিথু
অনিচ্ছা কি ভালবাসে! আমি বাসি...


শেষ তিন ডিজিটে তুমি কথা বলছো!
আদ্যপ্রান্তে সবিনয়ে কিছুকাল মর্মর করছি
সাবধান! পায়ের নিক্কন পিঁপড়েরা ভয় পায় সোল্লাসে
তুমি ক্লাসে আর আমি ভাবছি বায়োলজি
নিংড়ানো নাট্য লক্ষনে নেই ভূতভবিষ্যৎ;আছে
শুধু তিনতে ডিজিট ত্রিপল জিরো
অবকাশে প্রশ্বাসে ভালবাসি তোমায়!


বৃষ্টির সাথে তোমার চুলের ঘ্রাণ ভাসছে!
অর্ধেক মৃত কাষ্ঠ প্রচ্ছদে ম্রিয়মাণ বিদঘুটে স্বাদ
কুন্তল যদি হয় নিতম্ব অবধি তবে ছারপোকা কারা
শূন্যের আয়োজনে রক্ত মূহুর্তে অবিচ্ছন্নতা
নিদারুণ নয় যা শুধু অভাবী আর অবয়বারিত
খানিক গেলেই মন্দির সাথে দুটো স্বভাব;ডিপ্রেশন
ভালবাসি-ভালবাসি-ভালবাসি তোমায়!
০২-০৮-২০১৭